বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান,
জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।
সময় হলো সেহেরি বেলার,
গান গাই তাই ঘুম ভাঙাবার।
জাগো, জাগো...
ওঠো, ওঠো...
রাখো রোজা সবাই মিলে, ওহে মুসলমান।
শোনো আমাদেরই আহ্বান।।
বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান,
জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।
একটি রোজা, হলে কাযা-
ভীষণ বেদনার।
হেলায় হেলায়, নফসের ধোঁকায়-
ঘুম থেকো না আর।
জাগো, জাগো...
ওঠো, ওঠো...
রাখো রোজা, মিলবে তবে তাকওয়া, সম্মান।
শোনো আমাদেরই আহ্বান।।
বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান,
জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।
---------
দৈনিক নয়া দিগন্তের সাহিত্য পাতায় প্রকাশিত।