আমরা সবাই একই স্কুলে যাই
দারুণ পরিবেশ,
হাসিতে, খুশিতে সময় কাটাই
বন্ধু আমরা বেশ!
পড়ার সময় পড়া করি
লেখার সময় লেখা,
বিকেলবেলা খেলার সময়
মাঠে করি দেখা।
স্কুলজীবনে ফুল বাগানে
আমরা গানের পাখি!
বন্ধুতার এই বন্ধন যেন
আজীবন ধরে রাখি।