আকাশের নন্দিত নীল, বলে, শরৎ এসে গেছে।
দখিনের কোমল বাতাস, বলে, শরৎ এসে গেছে।
অথচ তুমি কাছে আসোনি তাই
মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!
তা থৈ থৈ বিলে শাপলার ফুল, বলে, শরৎ এসে গেছে।
সবুজের মাঠে শাদা কাশবন, বলে, শরৎ এসে গেছে।
অথচ তুমি ভালোবাসোনি তাই
মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!
উল্টো অনুভূতির এই রথে,
যদি তুমি-
পরো নীল শাড়ি, দাও লালটিপ। আর কাজল চোখে,
চলো নুপুরের সুরে সুরে!
তোমার স্পর্শেই তখন, মন বলে, প্রকৃতির রঙে মিশে-
শরৎ এসে গেছে!
---------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।