আমার মূখেও পেট্রোল মবিলের কালি মেখে দে!
নিয়ে নে কিছুটা বিকৃত সুখ!!
তোরা জাতির মুখ কতো করলি ফর্সা-
এবার সবাই চোখ মেলে দেখুক!!!
বাহাদুরীর রূপ এই যদি হয়-
তবে বেশ, তবে বেশ!
গাড়ি চালা ইচ্ছে খুশি বেপরোয়া-
কিসের মানুষ, কিসের দেশ!!
------
মনেরেখো, শ্রমিকেরাও কিন্তু যাত্রী বটে!
তবে, নিরাপদ সড়কে ক্ষতি কি?
জানোতো, যেদিন দুঃখ নামে আপন ঘটে-
সেদিন বোঝা যায় তার জ্বালা কি!!
যাত্রী-শ্রমিক দ্বন্ধে সবার ক্ষতি-
অবুঝের দল আমরা বুঝবো কবে?
চলার পথে শান্তি না থাকলে-
তুমি-আমি কে বলো সুখে রবে?
------
অযৌক্তিক দাবীনামা কারও পক্ষেই উচিৎ নয়!
এসো, সুন্দরের পথে, সড়ক পথে হোক শৃংখলার জয় ।