কথাটি আশ্চর্যজনক নয়! ষড়যন্ত্র তত্ত্বও নয়! সত্যিকার ষড়যন্ত্রই হয়!
পরিসরের ওপর ভিত্তি করে বার্কুনের শ্রেণীবিন্যাসেরঃ
ঘটনাকেন্দ্রিক ষড়যন্ত্র, সাংগঠনিক ষড়যন্ত্র, তীব্র ষড়যন্ত্র-
সব হয় কবিতাকে নিয়ে!
যারা মানবতার কল্যাণে কথা বলে তারা- সবাই কবি।
তাদের কর্মই কবিতা- উপস্থাপনের ধরণ যেমনই হোক!
যুগে যুগে, এদের উপর আঘাত আসেনি কবে?
তবে সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়, হবে...
হোক আজ অথবা কাল,
অধিকারহারাদের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনিত হবেই!
ষড়যন্ত্র রুখে বেঁচে থাকে কবিতা অনন্তকাল।