শুধু দেশ নয়, বরং, পুরো বিশ্বজুড়ে,
গানের সুরে তালে, চল চল চল...বলে-
শান্তির পতাকা নিয়ে হাতে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
অবিরত সামনে এগিয়ে চলে।
বীরদর্পে, তারা- একাত্তরে, স্বাধীনতার জন্য-
শত্রুকে করেছে পরাজিত, দেশকে করেছে ধন্য।
লাল সবুজ পতাকা বুকে- উন্নত মম শির,
আমাদের সেনাবাহিনীর, প্রিয় সেনাবাহিনীর।
দেশের তরে আজও- দুনির্বার মনোবলে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
অবিরত সামনে এগিয়ে চলে।
শান্তির পতাকাবাহী আমাদের বীরের দল,
নিয়ে আসুক শান্তি কাটিয়ে বাধা সকল।
দেশের শান্তি, বিশ্ব শান্তির প্রতীক হয়েছে তারা-
বিশ্বজুড়ে চলুক বেড়ে বাংলাদেশের সুনাম গাঁথা।
জনতা তাই ভালোবেসে- তাদের গানে সুর তোলে,
এগিয়ে চলে... আমাদের সেনাবাহিনী-
অবিরত সামনে এগিয়ে চলে।
--------------
উৎসর্গঃ বাংলাদেশ সেনাবাহিনীকে।