সান্তাক্লোজ, সান্তাক্লোজ
কি এনেছো বলো?
উঠলো হেসে ভালোবেসে
বড়দিনের আলো।
তোমার কাছে একটি চাওয়া
দাও বাঁশি উপহার।
তুলবো সুর সেই বাঁশিতে-
মানুষ ভালোবাসার।।
---------------
ইংরেজি অনুবাদ
---------------
Santa Claus' Gift
Santa Claus, Santa Claus
What do you bring?
The Lovely time has began
By Christmas lighting.
My demand to you
Give a flute like thing,
I will tune into it
To love human being.