সিপাহী-জনতার বিপ্লবে শুরু জয়যাত্রা আমাদের,
বিপ্লবে, বিস্ময়ে অমর নভেম্বর, বীরেরা চির অম্লান!
গণতান্ত্রিক বিপ্লবে আমরাই সৈনিক নব্বইয়ের,
চব্বিশে ফিরিয়েছি আবার এই বাংলাদেশের প্রাণ!

সুশাসনের সৌরভে ফুটুক শতফুল অপরূপ এইবার,
ভিন্নমতের কোরাসে হোক প্রিয় গণতান্ত্রিক গান।
এক বাংলাদেশ, এক পরিবার। আবাস নেই হিংসার,
সংহতি শুভেচ্ছায়- জাগ্রত থাকুক নতুনের আহ্বান।