ধরে নাও, আমাদের ফের দেখা হলো-
গাণিতিক সংখ্যারেখার শূন্য বরাবর!
যে দিন গেছে- বিরহে, বিষাদে- ঋণাত্মক ধরো। ভুলে যাও।
যে দিন সামনে- ভালোবাসায়, আনন্দে- ধনাত্মক ধরো। মনে রাখো।
তারপর,
আমার চোখে তাঁকাও। হাতে হাত ধরো।
সংখ্যারেখার প্রতি বিন্দুতে স্থানিক মানে- মনে মনে প্রেম বসাও!
এরপর, ছুটে চলো-
শূন্য থেকে সামনে, অসীমে।
প্রয়োজনে-
তোমার রেখায় তুমি থাকো!
আমার রেখায় থাকি আমি!
তবুও যাত্রা চলুক!
যাত্রা চলুক- সমান্তরালে, ভালোবাসায়, বিরামহীন।
আসছে দিন হোক- 'আচ্ছে' দিন!