কোন এক শুক্রবার, পুরোটা বিকেল
শাদারঙ কাশফুল আর
          নীল প্রজাপতির আকাশ
মিলেমিশে হয়েছিল একাকার।
ভালোবেসে দিনান্তে,
          সেদিন হেসেছিলো চাঁদ।
ছিল নদী, পাখির গান। জয়ন্ত উৎসব।
স্বাক্ষী শরৎকাল!
কী আশ্চর্য! এখনও শরৎ আসে
অথচ বিশেষ বিরহ।
সব বিকেল চুপচাপ! স্বাক্ষী নিরুত্তর!
---------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।