সাজাও মনের শহীদ মিনার তোমার, চেতনায় লাগাও রঙ
একদিনের জন্য সেজো না বাঙালি, করো না বাংলা প্রীতির ঢঙ!
সারা বছরের ময়লার স্তুপ হতে পারে শেষ একদিনে বাহ্যিকভাবে
ধুয়ে মুছে করো পরিচ্ছন্ন তাও-যে ময়লা জমেছে চেতনায়-স্বভাবে!
রাজপথ রাঙাও রঙ তুলিতে, সাজাও বেদী ফুলে ফুলে সুন্দর
মন-মন্দিরও সাজাও তোমার, সাজাও বাংলা প্রেমের অন্তর।
দেয়ালে লেখ গুনিজনের বাণী, অন্তরেও আঁকো তার প্রতিচ্ছবি
তবেই উঠবে হেসে ভাষা শহীদের রক্তে কেনা মিনারের ঐ রবি।