সাধিকা সই,
তোমার আঁচলে লুকিয়ে পড়বো বই- প্রেমের!
তারপর,
আকাশ, মহাকাশ, মহাশূন্যে ভ্রমণ!
উর্ধ্বগমন-অবনমন, সংকোচন-প্রসারণ,
শেষে- স্থিতিশীল গ্রহে বসবাস।
ছায়াপথে ছায়াপথে, গ্রহে গ্রহে-
প্রেমের নামতা পড়ে পড়ে সন্ধান করবো সৃষ্টির রহস্য।
ভালোবাসা অনিঃশেষ। ভালোবাসা মহাজাগতিক।
চলো, একটু একটু জলে নেমে-
বায়ুতে ডুবে রই!