জাগো বাংলাদেশ জাগো
রুখে দাও চাঁদাবাজ,
এই দেশেতে হবে না আর
দুর্বৃত্তদের রাজ।

যখন যেখানে চাঁদাবাজি
প্রতিবাদ করো সবে,
দেশের মানুষ তবেই তো
সুখে-শান্তিতে রবে।

এটাই এখন ঈমানের দাবি
করা যাবে না হেলা,
ঠেকাতে হবে মানুষ নিয়ে
ঘৃণিত এই খেলা।

চাঁদাবাজমুক্ত বাংলাদেশ
গড়বোই গড়বো এবার,
দল-মত নির্বিশেষে-
এসো করি অঙ্গীকার।