এসেছে শরৎ, সোনালী রোদ
সাদামেঘ ওড়ে আকাশে,
কাশবন দোলে, শাপলা নাঁচে,
দখিনের মিষ্টি বাতাসে।
শিউলি তলা শিশির ভেজা
দারুণ সুবাস ফুলবনে,
নদীর জল শান্ত-সুশীতল
আনন্দ জাগায় বেশ মনে!
ঋতুরানি শরৎ আপরূপা ভীষণ
বাংলা মায়ের এই বুকে,
পরশে তার, হৃদয় সবার
মেতে ওঠে খুব সুখে।