সবার আগে দরকার,
আপন মনের সংস্কার!
        যা কিছু মন্দ সব
তাড়িয়ে দাও দূরে,
       যা কিছু সবার ভালো
গ্রহণ করো সুরে।
সেই সুরে ধরো তুমি
            পরিবর্তনের গান,
তবেই আসবে ফিরে
          বাংলাদেশের প্রাণ।
শুদ্ধ মনে, শুদ্ধ চিন্তায়-
হোক রাষ্ট্রের সংস্কার,
তারুণ্যের এই অভিযাত্রা
রুখবে সাধ্য কার?
পুনশ্চ, সবার আগে দরকার,
আপন মনের সংস্কার!