সন্ধ্যাবেলার মলিন চাঁদ মধ্যরাতে হাসে,
মন আমার উথাল পাথাল প্রেম যমুনায় ভাসে!
ভাসতে ভাসতে ডুবে যায় মন
              ডুবতে ডুবতে জাগে
রাত্রি শেষে দেখা হয়- ভৈরবী রাগে!
শুদ্ধ স্নানে, পবিত্র দেহে- নেচে ওঠে ফুল
পাখির ডাকে মুখরিত হয় যমুনার দু'কুল
দিন কাটে অপেক্ষায়, অপেক্ষায়-
          কখন ফের কৃষ্ণ হবে রাত,
রাধারূপে ঢেউ খেলে যায় রহস্যময়ী চাঁদ!
----------
কবিতাটি দৈনিক প্রতিদিনের সংবাদ এ প্রকাশিত।