জোছনা রাত । একলা আকাশে একলা চাঁদ,
ছোঁয়া অসম্ভব জেনেও আমি উঁচু করি শির
গাছের মতো নীরবে । উপেক্ষা করি সম্ভাব্য
পরাজয়ের কোলাহলপূর্ণ ভ্রুকুটি!
জানি, প্রত্যাশার কম্পাংক যতো উচ্চ হয়
মনে হয় অনুনাদ ততো সমতানে ।
অসম্ভব আশার মাঝেই বেঁচে থাকে জীবনে-
সম্ভাবনার সব অপূর্ব শিহরণ!
------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।