তোমাকে পাঠের নেশায় ধরেছে, বেপরোয়া।
অথচ পাতা উল্টোতে দিচ্ছো না তুমি!
যদিও ইংগিতে বুঝি-
পি.টি.ও
কী করি?
হঠাৎ উড়ে যায়- গাঙচিল।
আমিও বাসা বাঁধি পাথরের খাঁজে!