মনটা শুকিয়ে আছে ভীষণ,
তুমুল বৃষ্টি দরকার।
খোদার কাছে চেয়েছিলাম মেঘ,
খোদা দিয়েছেন তোমাকে!
এরপর, হঠাৎ একদিন,
হাওয়া'র কেরামতি।
বৃষ্টিতে ভিজে গেল- পৃথিবীর বুক।
ন্যাচারাল সিলেকশনে-
বেঁচে আছি আমি, আজও!
------
কবিতাটি দৈনিক আজকালের খবর এ প্রকাশিত।