নয়নের জলে ভেসে কতোটা সময় গেছে কেটে
তোমারই বিরহে মোর নিয়ত নিশুতি বেলা,
নতোন্নত মনের পথ ধরে আজকেও বুঝি
আঁখি যুগলের হবে নাকো পলক ফেলা।
কী হও তুমি? কেনই বা তোমার অপেক্ষায়-
নিঃসঙ্গতার দিন গুনি ভেবে বসন্তের কতো দেরি আর,
তুমি আসবেই মনের সাথে তব এ দূতক্রীড়ায়
হবে কি জয়! নাকি প্রতীক্ষায়ই জীবন হবে পার?
যদি হেরে যাই এ জীবনে তোমার দর্শন বিনে
মুকুলিত মোর ভালোবাসার এ অকাল প্রয়াণে,
প্রস্ফুটিত সব প্রসূন কবে সব ভোমরের কানে
মিথ্যে প্রেম! আর থাকবো না কখনও কারো ধ্যানে!