শ্লোগান যার বাংলাদেশ আমার অহংকার
তারা কি হতে পারে কখনো
ভয়ের কারন আমাদের এই জনতার ?
উত্তর স্পষ্টত: না ।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারে
দৃঢ়, কর্তব্যপরায়ণ, দূর্দম আর আস্থায় অবিচল যারা
হতে পারে কি ক্ষতির কারন তারা ?
উত্তর স্পষ্টত: না ।

আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা
আর সন্ত্রাস দমন যার কাজ
তারা কি গড়তে পারে নষ্ট সমাজ ?
উত্তর স্পষ্টত: না ।

তবে !

চেহারাটা যখন ভিন্ন দেখি
কতিপয় অসৎ কর্মকর্তার
ভয় পাওয়ার কারন থাকে তখন
যদি বিচারের আগেই হয় ক্রসফায়ার ।

কিংবা অপহরণ অথবা চাঁদাবাজির অভিযোগ
যদি কেউ করে এদেরই বিপক্ষে
তখন সমৃদ্ধ বাংলার স্বপ্ন হয়ে যায় বিবর্ণ
হতাশার তীর এসে বিঁধে বক্ষে ।

সমাধান -

র‍্যাব বিলুপ্তি নয়
অসাধুতাকে করতে হবে বিতারণ ।
করতে হবে চেতনা আরও শাণিত
প্রতিষ্ঠায় আইনের শাসন ।

যেহেতু,

আমার পূর্বসুরি অনেক কবি
গেয়েছেন কালোর গুনগান
আমিও গাইতে চাই
কালো র‍্যাবের জয়গান ।