কথা রাখেনি, দখিনা হাওয়া!
সখির সৌরভ আসেনি- আমার দেশে।
যেমন ছিল শীতার্ত প্রাণ,
তেমন তেমনই আছে।
চুপ চুপ কোকিল, নেই গান আর,
এখনও এখানে বহুমাত্রিক আঁধার!
উৎসবহীন বসন্তদিন!
ফাল্গুনের তপ্ত আগুনে পোড়া মন।
শিমুলরাঙা চৈতালি চোখে-
বিরহে নামে লোনা জলের প্রসবন।
এইতো প্রেম, আমাদের প্রেমঃ
এক ঋতুতে ফোটে ফুল, অন্যকালে যায় ঝরে!