একদিন সন্ধ্যায়, আমার নীল আকাশের বুকে
দিগন্ত দূরত্ব উপেক্ষা করে
সিঁদুর রঙ জ্বলে ওঠে
মিলনের গানে।
চোখে চোখে উত্তাল সমুদ্র ঢেউ নিভে যায়।
সেই সন্ধ্যায়, এই জমিনে স্বর্গ নামে
আর হুলস্থুল বিরহের স্থবিরতা ঝেড়ে
গণতান্ত্রিক প্রণয়ে-
ঠোঁটে ঠোঁটে শাদা পায়রার গল্প উড়ে বেড়ায়!
অথচ, এখন, থৈ থৈ অন্ধকার স্রোত
আমার নদীমাতৃক ঠিকানায়।
প্রিয় সন্ধ্যাটি ডুবে গেছে রাত্রির মোহনায়!