বাইশ বছর ধরে পৃথিবী'র সমার্থক শব্দ খুঁজেছি-
অবশেষে, তোমাকে পেলাম!
'ড্রিম ডিকশনারি' এখন পূর্ণ ভালোবাসায়-
তোমার হাসি'র শব্দে,
তোমার গানে, কবিতায়।
তোমার নিঃশ্বাসের শব্দে,
তোমার স্পর্শে, মায়ায়।
দীর্ঘ অপেক্ষা থেকে- আজ, অবসর হলো শুরু আমার।
প্রেমের পৃথিবীজুড়ে- এলো জনমে, সত্যিকার জনম এবার!