হয়তো তুমি এক পৃথিবী সৌন্দর্য্যভরা একখানা চাঁদ
আমি - তুচ্ছ ঊনমানুষ !
লোকে বলে - বারণ ।
আমি বলি - ধুর, ছাই, এসো উড়াই প্রেমের ফানুস !
জানি, জানি –
আকাশ-পাতাল পার্থক্যের প্রেমের বহু নির্মম কাহিনী !
তবু, সাহাস কোথায় পেলাম জানো ?
প্রেমের কারণে শাস্তি পাওয়া-
মানুষের রক্তের রঙে-
যখন " লাল গোলাপ " প্রস্ফুটিত হলো !
শোনো, প্রেমিক মনের বিপ্লবী চেতনা
শুধুই ভালোবাসা বোঝে পার্থক্য বোঝেনা !
এখন বোঝ তুমি - মানুষে মানুষে ভেদাভেদ খুজবে নাকি ওড়াবে প্রেমের ফানুস
হোক না সে নানা মানদন্ডে নানা কিছু, তবুও তো মানুষ !