কামনার প্রাচীর পেরিয়ে প্রিয়তম প্রান্তরে
যাচ্ছি আমি। ভালোবাসার গন্তব্য বহুদূর।
যতদূরে থাকে 'মুহিব্বি' আমার,
থাকে মায়াবী রোদ্দুর!
জানি, তোমার শহরেও হয়ত
মেঘলা দিনকাল এখন।
চলছে মন খারাপের
তুমুল সব আয়োজন!
এসো, সিদরাতুল মুনতাহা'র গল্প
শুনে শুনে, উড়িয়ে দেবো দুর্দিন-
শিমুল তুলোর মতো। সঙ্গী হবে?
হয় হোক পথটুকু আমাদের যতটা কঠিন!
------
কবিতাটি দৈনিক বাংলাদেশ বুলেটিন এ প্রকাশিত।