যতো ব্যথা দাও
নেই ভয় আর,
ব্যথা আমার-
প্রেমও উপহার!
বলেছিলে তুমি-
কাছে এসে,
তাড়িয়ে দেবে-
দুঃখ ভালোবেসে ।
ভুলে গেলে আজ-
ওয়াদা তোমার!
দুঃখ আমার-
প্রেমও উপহার!
তবু আমি চাই-
তুমি সুখ পাও,
নতুন প্রেমে তুমি-
নতুন নাও বাও!
তোমার ভালো থাকা-
ভালো থাকা আমার,
বিরহ আমার-
প্রেমও উপহার!
লা লা লা...
লালা লালা লা...
(মূলত এটি গানের লিরিক)