বোধকরি, প্রেমেও আছে অ্যামরটাইজেশন!
যদি এসেট ধরি, সমপরিমাণ লায়াবেলিটিও থাকার কথা।
ক্ষণে ক্ষণে তাই বিরহ জমে মনে,
ক্ষয়ে ক্ষয়ে যায় প্রেম।
বয়ে যায় যুগল ঢেউ, স্রোতহীনতার মোহনায়-
একাকীত্বের তুমুল আয়োজনে।
ওভার দ্য পিরিয়ড, দীর্ঘশ্বাস।
উদ্বাস্তু বুকে চলে ফের একেলা পাখির কীর্তন!
------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।