বড় ইচ্ছে ছিলো,
ঈদের দিনে তোমার মেহেদী রাঙা ফুলেল হাত ধরে ঘুরে বেড়াবো-
ভালোবাসার পৃথিবীর বুকে।
এখনো কারো হাত ধরা হয়ে ওঠেনি আমার-
বৈষম্যের সমাজে!
আর্থিকজীবনে হিসেব গড়মিল হলে-
আধুনিক সভ্যতার কোন কোন মেয়ে নাকি প্রেমেই পড়ে না,
তার মন চাইলেও প্রেমে পড়ে না!
প্রেমে পড়ার আগের হিসেব ভুল হলে যতো দ্রুত সম্ভব অন্য মই খুঁজে উঠে যায়!
দৃষ্টি উর্ধ্বমূখী তাই-
অবদমিত করে রাখে মনের চাওয়া,
ভয় পায় যদি ফ্যাশনপ্রেমীরা ভ্রুকুটি মেরে বলে, ওর সাথে প্রেম করে কিছুই পাবি না,
না শাড়ি, না চুড়ি- ভবিষ্যত অন্ধকার!
এসব কথা, কোন এক বিরহে কুঁচকে যাওয়া পুরুষের মূখ থেকে শোনা!
শোনার পরে, সাহস করে তোমাকে কিছু বলা হয়নি আর!
এখনো কারও হাত ধরা হয়ে ওঠেনি আমার!
বৈষম্যহীন ঈদের দিনও তাই আমি একলা প্রেমিক!!
প্রেমিকাদের দল- জেনে রেখো,
ভালোবাসায় আর্থিক হিসেব-নিকেশ অগ্রহণযোগ্য,
চলে না!
এই হিসেব থাকলে-
পুরুষেরা পুরুষ থেকে যায়,
প্রেমিক হয় না!
প্রেম-অর্থনীতিতে হিসেবটি হওয়া উচিৎ শুধুই প্রেমের ।।