অথচ, ইচ্ছে করলেই আমরা, আবার
গাইতে পারি শ্বেত কপোতের গান।
চার শিকড়ের সবুজ বৃক্ষে
ফোটাতে পারি প্রাণ।
বহুমাত্রিক ফুলে শিখর সাজানোর
প্রত্যয় জাগাতে পারি ফের
প্রান্তজনের প্রেমে।
ভালোবাসাই হলো আসল সংবিধান!
------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।