নদীর জাতিকাঃ পলিদ্বীপ। সৌরভমাখা গায়,
আশেপাশে উত্তাল সবাই, ঢেউ হতে চায়।
যদি ছোঁয়া যায়, নারীমাটিদেহ! ছলে, করতলে-
ধোঁয়ার আড়ালে সুখটান, মুখ ঢেকে চলে।
ঢেউয়ের পর ঢেউ আসে, হিংস্র জোঁকে ভরা,
দ্বীপটির অসহ্য লাগে- কামুক কুহকে ধরা।
কোথাও প্রেমিক নেই, মধ্যবিত্ত সুন্দরীতমার!
দেহ কামড়ে দেয়-
অনাকাঙিক্ষত জলে।
পলিদ্বীপের পালপিটিশন অবিরত বেড়ে চলে।
--------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।