টাকার অংকে, দুই শতক প্লাস হাঁকিয়ে-
মসলার মাঠে,পেঁয়াজ, সেরা ব্যাটসম্যান!
রান্নাবান্না ঘরোয়া লীগে, কিনতে তারে-
টীম ম্যানেজার গৃহকর্তার, যায় প্রাণ!
পেঁয়াজের ঝাঁজে, বহু যুগ যুগ ধরে-
কেঁদেছে শুধুই, রাধুনীদের দল,
পড়ে দামের ফাঁদে, আমজনতা কাঁদে-
এ কেমন- ক্রয়ক্ষমতা বাড়ার ফল?
দিশেহারা মানুষের কণ্ঠে বাজে-
সকরুণ সুরের বাণী!
"কে আশা দেবে, কে ভরসা দেবে?
কবে থামবে- পেঁয়াজ কাহিনি!"