পানকৌড়ি রঙ মেঘলাক্ষণ কেটে যাবার শেষে,
আমাদের পথচলায় আসবে এক আলোকময় ভাব!
সে অপেক্ষায় মন, নীলজলের তিমির মতন
বারবার উঁকি দেয়, তোমার পথ চেয়ে চেয়ে...
অসময় নিয়ন্ত্রণে নেই কারো!
ক্লান্ত চোখ, ঝড়ো হাওয়ায় ধুলিকণায় আহত হয় বারবার!
আহ্নিক চক্রে, পূর্ব থেকে পশ্চিমক্রমে-
পৃথিবীর বুকে নেমে আসে সন্ধ্যা,
নিয়ন আলোয় ঝলসে ওঠে এক একটি রাজপথ।
তবুও রাত!
দুর্ভাগ্য আমাদের-
কারো আকাশে কোন 'শাদা পায়রা' ওড়ে নি আজও!