এহনো কয় কিছু, কিছু হালায়-
পাক আমলে মানু ভালা আছেলে বাংলায়!
ওগো কথা হুইনা মোর গায়,
সাথ সাথ আগুন ধইরা যায়!
যদি এগো পাছায় লাডি পেটা কইরা,
মাঠে ফেইলা পিঠ মোরা দিয়া বাইন্দা,
ল্যাংটা কইরা আডানো যাইতো হোমানে
য্যামনে হইতো একাত্তরের মিলিটারি ক্যাম্পে!
তাইলে মনুরা বোঝতে, কি কইরা-
পাকিদের ভালো পাওয়া যায় ছুইড্ডা।
আর কইলাম না সবটুক!
ঐ হালাগো মাথাডা খুলুক!
আবার কেউ কেউ কয় মোরে হেলেস কইরা,
ঐ মেয়া তুই ছিলি, বুঝবি কি ফেউয়া !
মুই কই, ছেলাম না ব্যাডা,
তয়, বুঝি তো, মোগো কতটুক ভালা পাইতে কেডা!
ইতিহাস মিত্তা না, মোগো চুইষষা খাইত মিত্তা না,
রাগের চোটে ওগো কই- তোরা বোঝো মোর ডটকলা!
স্বাধীন তো, স্বাধীনতার মুল্য কত- বোঝো না হালারা,
পরাধীন থাকলে, গোলাম থাকলে- তোরা সত্যিডা ঠাহর পাইতা!
কি আর কমু, পাকি প্রেতাত্মাগো একটু ভার বুদ্ধি যদি অইতে,
মোর মনডা হেয়ালে পুরা শান্তি পাইতে।
যাউক, এহন হক্কলে মিইল্লা দ্যাশ সামনে আগাই নিতে অইবে।
তোরা যা খুশি ক, মোগো সোনার বাংলা 'খাডি সোনা' হক্কলে এক্কালে কইবে।
--------------------------------------
বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে ।