সজনী, হরিণীর মতো ওভাবে তাকাতে নাই,
কাজলমাখা চোখের তীরে তব খুন হয়ে যাই।
হৃদয় হয় তোলপাড়
তাকালে ওভাবে বারবার।
শুধু শুধু ওভাবে তাকাতে নাই
আগুন জ্বলে মনে- পুড়ে হই ছাই!
থেকে দুরে দুরে, আশেপাশে ঘুরে ঘুরে- ওভাবে তাকাতে নাই,
তোমার কাছে আসতে আমি- বন্দী পাখির মতো জানালা ঠুকরে পাগল হয়ে যাই।
তবেই কেবল তাকাও-
যদি বাহুডোর মোরে বন্দী করতে হাতদুটি বাড়াও!
বিরহের নদীর পার ভেঙে গড়ে তোল সেথায়,
প্রেমের সবুজ চত্ত্বর ফুলে ফুলে রঙিন ভাবনায়।।