রাত-বিরাতে,
মন আমার ছোটে ঘুড়ি উড়াতে,
ঘুড়ি আকাশ চেনে না।
ঘুড়ি পাখা মেলে না!
নাটাই নিয়ে বসে থাকি
যমুনার পাড়ে; ঢেউ থামে না।
কেউ দেখে না!
অথচ পেঁচা ডাকে দূরে...