বৃষ্টি হোক অথবা না-হোক!
তোমার অপেক্ষায়, প্রতিদিন, চাতক হয়ে যায়-
এই দু' চোখ!

ক্লান্তি নেই কোনো ভালোবাসার পথচলায়।

দুঃখ অথবা সুখ!
অন্তিমে, এই কপালে, যে ফুল-
ইচ্ছে ফুটুক!
------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।