ক্ষমতায় যাবার ঘ্রাণ পেলেই
কাছে আসে বাম-ডান,
সম্ভাবনা কিছুটা কমে গেলেই
ভিন্ন সুরে গায় গান!
নীতি আদর্শ ভুলে তারা
নিত্য নতুন জোট গড়ে,
স্বার্থ হানি হলেই আবার
ছুট যে মারে চট করে!
ক্ষমতা পাগল নেতা সকল
এদিক সেদিক খায় দোল,
রাজনীতির এই ঐক্য দেখে
জনতার পায় হাসির রোল!