মাঝেমাঝে দু, একটি 'গায়ক' পাখি উঁকি দেয়,
কথা বোনে, করে সত্যের গান!
তখন হঠাৎ...
আকাশে ওড়ে শকুনের দল,
সাঙ্গোপাঙ্গরা চিল, ঈগল!
গায়ক পাখিদের ভয় দেখায়,
বলে ইঙ্গিতে, ইশারায়-
"যদি কথা কও, গাও গান
আর আমজনতা শোনে,
টুঁটি চেপে ধরা হবে,
গেলে যেতেও পারে প্রাণ!"
এরপর থেকে...
কন্ঠে অথবা কলমে-
কথা ও গান অবরুদ্ধ হয়ে পরে দিন দিন!