ও বন্ধু তুমি শুনতে কি পাও-
বানভাসি মানুষে কান্নার রোল
গগন বিদারী আহাজারি, হাহাকার
তবে কীভাবে রও- নির্বিকার?
উবাস্তু মানুষজন আশ্রয়হীন, না খেয়ে কাটছে দিন,
রোগে-শোকে জরাগ্রস্থ, দু:খের সাগরে ভাসে, সুখ শব্দটি হয়েছে বিলীন!
একটু সাহায্য পাবার আশায় চাতক পাখির মত তাকিয়ে রয়-
'হামাগো কেউ নাইগো' বলে বাতাস ভারী করে কেঁদে কেঁদে কয়।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- সব মৌলিক অধিকার হারা তারা আজ,
এমন বিপর্যয়ে, মানবিক আবেদনে, নিরব থাকতে পারে কি- ব্যাক্তি, রাষ্ট্র, সামাজ?
যদি তুমি এসব বেদনার্ত পঙক্তিমালা শোনো–
তবে মানবিক চোখে তাকাও। যতটুকু পারো- পাশে দাড়াও।
অন্যজনকেও হাত বাড়াতে বলো- বানভাসি স্বজনগুলো একটু ভালো থাকুক,
'মানুষের জন্য মানুষ' কথাটি তব চির সত্য হউক।