দিন ঘুমিয়ে রাতের কোলে সময় দুপুর
হঠাৎ করে কানে বাজে দাসীর নুপুর!
পাঙ্খা বড় বাতাস করে, দাড়িয়ে সটান-
বল্লম নিয়ে আছে পাশে প্রহরী সাবধান!
সামনে সদা নত মাথায় উজিরে আজম
প্রজারা কর দিয়ে যায় বিনা কথায়- আস্তে কদম!
সবার কুর্ণিশ চলছিলো বেশ ঘুমের মাঝে
হেরেম আনন্দে মাতছিলো মন- সুলতান সাজে!
হঠাৎ চিৎকার বাইরে জনতার। খোয়াব ভঙ্গ,
নিমিষে শেষ মনের মাঝের খায়েস রঙ্গ!
চোখ মুছে দেখে দেয়ালে 'গদি ছাড়' চিরকুট
বিশ শতকের শোভা জনতার মাথায় মুকুট।
রাজপথে 'নুর হোসেন' খাড়া, মুখোমুখি দেখা
'স্বৈরাচার নিপাত যাক' বুকে-পিঠে তার লেখা।
একই আওয়াজ হাত দুটি তোলা দ্রোহে সবার,
একাত্তরে রক্তে কেনা বাঙলির গণতন্ত্র, স্বাধিকার।
উৎসর্গঃ ৯০ এর গণতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রামী পুরুষ-
শহীদ নুর হোসেন।