সীমিত শব্দসংখ্যা। নির্ধারিত ছক।
বিষয়বস্তু ভিন্নজনের মস্তিষ্কপ্রসূত।
অথচ, কবিতা লিখতে হবে দুর্দান্ত!
আমিও লিখে দিলাম-
"দেখ শালা,
কোথাও কবিতা নেই,
শুধু সঙ এর পালা!"
অবিনীত চিরকুট ছিল-
সম্পাদক সমীপে।
যদি সাহস থাকে, প্রকাশ করে দেখাও!
বিশেষ বয়ানঃ
বেড়ে চলা নিয়মাক্রান্ত পৃথিবীতে-
সব মানুষই এখন সুবিনীত দাস!
কেউ আমাকে ফিরিয়ে দাও,
আদিম সভ্যতার মতো-
অবারিত স্বাধীনতা!