এই জীবনে 'সূর্যগ্রহণ'-
সেতো, তোমার বিদায় বিরহেই- শুরু হওয়া ক্ষণ!
সেদিন থেকেই দুঃখের পর দুঃখের বলয়ে বন্দি আমি,
আজ অবধি বিরতি নেই!
বিরহের থাকে না কোন সালতামামি!
মুক্তি মেলেনি ভালোবাসার,
মুক্তি পায়নি সুখের স্বপ্ন!
বিরহবৃত্ত বন্দি হয়েই চলছে জীবনে-
নিত্য সূর্যগ্রাস!
নৈমিত্তিক বিরহবাস।।