নির্জন রাতের সৌরভে-
আমাকে একলা করি আমি! হেটে চলি-
প্রান্তিক পৃথিবীর পথে। পাশে যার হোগলা বন,
ফুটে থাকে মায়াবী জোনাকীর ফুলে।  
নদীর জলে ডুবে থাকা-
একটি চাঁদের সাথে করি যৌথ স্নান!
তারপর, আঁধারে, বসি-
স্নিগ্ধ ধ্যানে সবুজ শাড়ির বুকে! প্রশান্ত প্রাঙ্গণে।  
মহাশূণ্য তখন ভীষণকরে পূর্ণ হয়ে যায়-
তোমার ভালোবাসায়!
-----
কবিতাটি দৈনিক আজকালের খবর এ প্রকাশিত।