ক্ষত-বিক্ষত বাংলাদেশ
নষ্ট‍দের অধিকারে সমাজ
ব্যহত মুক্তচিন্তা
লংঘিত মানবাধিকার,
আর আমাদের
নিরবে অশ্রু ফেলা
অথচ তুমি
স্মৃতিতে আজ!
বেদনা ক্লিষ্ট আমরা।
তুমি সংস্কারক
প্রচলিত রীতি বিরোধী
মুক্ত চিন্তার অগ্রজ
মানবতার ধারক
স্বাধীনচেতা।
ওদের সহ্য হয়নি
তাই তোমাকে
তোমার অমর সৃষ্টি
'পাকসার জমিন সাদবাদ'।
ওরা হিংস্র পশু
নগ্নতার পুজারী
অর্থলোভী, অত্যাচারী!
ওরা ভালোবাসে-
পরাধীনতা, গোলামী।
ওরা আঘাত করেছে
তোমাকে বারবার
তবুও টলোনি তুমি
ছিলে আপোষহীন, চিরসংগ্রমী।
তোমাকে তাই স্মরি,
নিভৃতে অশ্রু ফেলি!
তোমাকে ভালোবাসি।
বাংলাকে ভালোবাসি।
দেশকে ভালোবাসি।

--------------
উৎসর্গঃ ড. হুমায়ুন আজাদ স্যারকে।