হে প্রেয়সী
আমি প্রেমাতুর
এক গ্রাম্য কিশোর
তোমার প্রেমে একান্তই বিভোর ।
তুমি যদি ভালোবাস আমায়
নিয়ে যাব তোমায়
আমাদের গাঁয়
হেথায় গ্রীষ্মের দুপুরে
আম কাঠালের সুগন্ধে
ভরবে তোমার হৃদয় ।
হে প্রেয়সী
যদি ভালোবাস আমায়
তবে বর্ষায় ভিজে
কদম আর বকুলের সাথে করব মিতালী ।
আর শরতের শিউলী
দিয়ে বানাব তোমার
নাকের ফুল, কানের দুল
তোমার কৃষ্ণকেশে জড়িয়ে দেবো
সদ্য ফোটা পদ্ম ফুল ।
হেমন্তের ঐ যৌবনাদীপ্ত
ধানক্ষেতে উল্লাসিত চিত্তে
করব মাতামাতি
নবান্নের উৎসবে
তোমায় সাজাব লক্ষী ।
হে প্রেয়সী
যদি ভালোবাস তুমি
পৌষ পার্বনে খাওয়াবো তোমায়
মায়ের হাতে
শীতের পিঠা পুলি ।
কৃষ্ণচুড়া রাঙা বসন্তে
তোমায় নিয়ে যাব
হে প্রেয়সী
বাহারী ফুলের বাগানে
লালপেড়ে হলুদ শাড়ি
কিনে দেব হায়
গাঁদা ফুলের বাসন্তী সাঁজে
সাজাব তোমায় ।
আমি প্রেমাতুর
স্বজনহারা ব্যথিত
এ হৃদয় মন
আমার এ নিবেদন
প্রেয়সী তোমায়
করিতে স্বজন ।