দখিনা বাতাসে পাল তুলে একা মনে,
বিরহী বধু খোঁজে রসিক নাইওর!
প্রেমে মন ভাসিয়ে- পান খেয়ে হাসিয়ে,
ছেড়ে ক্লান্তির প্রহর- খোজে শান্তি-ঘর!
উথাল পাথাল তার হৃদয় সাগর,
বাপের বাড়ীর মায়ায়- বাদাম তোলে।
নাইওর বিছানায় গল্প-গানে ভোর,
প্রিয়জন দেখার বাসনা- দুঃখ ভোলে।

ননদ, দেবর, সবে মিলে মাতামাতি,
ধাধা, কৌতুক, রূপকথার উৎসব।
হাসি, আনন্দ, স্রোত, মুখর কলরব,
নাইওর ছিলো দুঃখ ভুলানোর সাথী।
এসব কল্পনা- এই আধুনিক কালে,
সুখ নাইওর স্মৃতি- ঝরা পাতা ডালে।
------------------------------
ছন্দ : কখকখখকখক, গঘগঘঙঙ।