হে রাষ্ট্র আমার, তোমার চোখে তাঁকিয়ে-
শব্দহীন কত কথা বলে যাই আমি!
তুমি বুঝে নিও বাতাসের কম্পন।
বুঝে নিও ডপলার ইফেক্ট।
যদি তুমি চাও, আমার চুপকথারা
মুখর হবে স্বাধীনতার গানে
ভালোবাসার রাজপথে!
পাশাপাশি হেটে যাব আমরা বহুদূর
সুশাসনের কাঙ্খিত সড়কে!