কতো রূপ, কতো রূপ দেখলাম
আমার এই রূপে।
না-পাইলাম, না-পাইলাম
তারে স্বরূপে!

খানিক দেখি পশু পালে,
খানিক দেখি কীট, পতঙ্গ, পাখি,
স্বরূপে পাইলে গো আমায়
জুড়াইতো দুই আখি রে,
আমার জুড়াইতো দুই আখি।।
কতোকাল আর থাকবো বইসা
বাতি লইয়া অন্ধ কুপে!
না-পাইলাম, না-পাইলাম
তারে স্বরূপে!

মানুষ হইয়া জন্ম লইয়া
মানুষ রূপ না পাইয়া
এই জনমে,
সাকিব জামাল কানতাছে,
সূর্য বুঝি ডুবতাছে
শ্যাষ পশ্চিমে!
লুকাইয়ো না, লুকাইয়ো না
আর অরূপে।।
না-পাইলাম, না-পাইলাম
তারে স্বরূপে!

(গানের কবিতা)