লোকে বলে, আকাশ। আমি দেখেছি শূন্যতা-
তবুও ঘুড়ি, নাটাই-সুতো সাজে দুরন্ত বালকমনে
দৌড়ে গিয়েছি কাছে- অষ্টাদশীর।
আমার ঘুড়ি আছে, তোমার আকাশ আছে?
জিজ্ঞেস করে, চোখে তাকিয়ে দেখি- সেই শূন্যতা!
পাখির মতো আর ওড়া হলো না ভালোবাসার।
শুরুতে যখন স্বপ্ন উড়ে যায় কর্পূরের গন্ধে,
বাকিটা সময়- একলা, একলা শূন্যতা বুকে-
মনঘুড়ি ডানা ঝাপটায়- ওড়াবার আকাশ নেই!